মোঃবাহাদুর হোসেন বাদল

Friday, March 18, 2016

কোরআন ও হাদিসের আলোকে যিকরের ফযীলত

No comments :
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু
মহান করুনাময় আল্লাহর নামে শুরু করছি । 

কোরআন ও হাদিসের আলোকে যিকরের ফযীলতঃ

মহান আল্লাহ্ বলেনঃ

 فَاذكُرونى أَذكُركُم وَاشكُروا لى وَلا تَكفُرونِ
অতঃপর,তোমরা আমাকে স্মরণ করো,আমি তোমাদেরকে স্মরন করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার নিয়ামতের নাশোকরী করো না।
(সূরা আল বাকারাহ্-১৫২)
আল্লাহ্ তা'লা অন্যত্র এরশাদ করেনঃ

 يٰأَيُّهَا الَّذينَ ءامَنُوا اذكُرُوا اللَّهَ ذِكرًا كَثيرًا
হে ইমানদারগন! আল্লাহ্‌কে বেশী বেশী স্মরণ করো
(সূরা আল-আহযাব-৪১)
আল্লাহ অন্যত্র বলেনঃ
وَاذكُر رَبَّكَ فى نَفسِكَ تَضَرُّعًا وَخيفَةً وَدونَ الجَهرِ مِنَ القَولِ بِالغُدُوِّ وَالءاصالِ وَلا تَكُن مِنَ الغٰفِلينَ
তোমার প্রভূকে স্মরণ করো মনের মধ্যে দৃঢ়তার সাথে ও ভীতি সহকারে এবং উচ্চ আওয়াজের পরিবর্তে নিম্ন আওয়াজে আর তোমরা উদাসিন (গাফেল) দের অন্তর্ভূক্ত হয়োনা।
(সূরা আল আ'রাফ-২০৫)
মহান আল্লাহ্ বলেনঃ

No comments :