নামাজ বেহেস্তের চাবী

মোঃবাহাদুর হোসেন বাদল

Showing posts with label আহলে কিতাব (ইহুদী খৃষ্টানরা) কি মু'মিন?. Show all posts

Friday, April 22, 2016

আহলে কিতাব (ইহুদী খৃষ্টানরা) কি মু'মিন?

No comments :
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ফেসবুক গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করেন।
আহলে কিতাব (ইহুদী খৃষ্টানরা) কি মু'মিন?
ইহুদী-খৃষ্টান এবং অন্যান্য ধর্মের সকলেই কাফের। যদিও তারা এমন ধর্মের অনুসরন করে, যার মূল হচ্ছে সঠিক। নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর আগমনের পর যে লোক নিজের ধর্ম পরিত্যাগ না করবে এবং ইসলাম গ্রহন না করবে, এ প্রসংঙ্গে আল্লাহ্ সুবহানা'হু তা'আলা বলেনঃ
 وَمَن يَبتَغِ غَيرَ الإِسلٰمِ دينًا فَلَن يُقبَلَ مِنهُ وَهُوَ فِى الءاخِرَةِ مِنَ الخٰسِرينَ
"যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, তার নিকট থেকে ওটা (তার ধর্ম) গ্রহণ করা হবে না এবং পরকালে সে হ্মতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হবে"। (সূরা আল ইমরান-৮৫)
কোন মুসলিম যদি তাদেরকে কাফের না বলে বা তাদের ধর্ম বাতিল হওয়ার ব্যাপারে সন্দহ-শংসয় করে, তবে সেও কাফের হয়ে যাবে। কেননা সে তাদের কাফের হওয়ার ব্যাপারে আল্লাহ্ ও তার নবীর বিধানের বিরোধীতা করেছে। কোরআনুল কারীমে মহান আল্লাহ্ এরশাদ করেনঃ
وَمَن يَكفُر بِهِ مِنَ الأَحزابِ فَالنّارُ مَوعِدُهُ
"আর অন্যান্য সম্প্রদায়ের যে ব্যক্তি এই কোরআন অস্বীকার করবে,  তবে জাহান্নাম হবে তার প্রতিশ্রুত স্হান।" (সূরা হুদ-১৭)
নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ
"শপথ সেই সত্বার যার হাতে আমার প্রাণ, এই উম্মতের মধ্য থেকে ইহুদী হোক বা খৃষ্টান হোক, কোন ব্যক্তি যদি আমার সম্পর্কে শুনে অতঃপর আমাকে যে শরীয়ত দিয়ে প্রেরণ করা হয়েছে তার উপর ঈমান না এনেই মৃত্যু বরন করে, তবে সে জাহান্নমের অধিবাসী হবে।" (মুসলিম)