নামাজ বেহেস্তের চাবী

মোঃবাহাদুর হোসেন বাদল

Showing posts with label যিকির. Show all posts

Wednesday, May 11, 2016

ফরয নামাযের পর দোয়া ও যিকির।

No comments :
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি।
আমরা মুসলিম ভাইয়েরা অনেকেই জানিনা ফরয নামাজ শেষে কি দোয়া দরুদ পড়তে হয় তাই আমার এ লেখা।
সালাম ফিরানোর পর যে দোয়া পড়তে হয় নিম্ন তা উল্লেখ করা হলঃ
ফেসবুক গ্রুপে জয়েন করতে চাইলে এখানে ক্লিক করুন।
দোয়া নং ১
أَسْتَغْفِرُ الله
উচ্চারনঃ আস্তাগফিরুল্লা
দোয়া নং ২
۞اللهُمَّ أَنْتَ السَّلاَمُ وَ مِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ يَاذَا الْجَلاَلِ وَ الإِكْرَام
উচ্চারনঃ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যালযালালি ওয়াল ইকরাম।
www.bahadurhossen24.com

দোয়া নং ৩
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারনঃ লা-ইলাহা-ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারিকা লাহু লাহুল মূলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়ীন কাদির।
দোয়া নং ৪
لا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
উচ্চারনঃ লা-ইলাহা-ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারিকা লাহু লাহুল মূলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লা শাইয়ীন কাদির লা হাওলা কুয়াতা ইল্লাবিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা নাফবুদু ইল্লা ইয়্য়াহু লাহুন্নাফহাতু ওয়ালাহুল ফাদলু ওয়ালা হুশ্শানাউল হাসানু লা-ইলাহা-ইল্লাল্লাহু মুখলেছিনা লাহুদ্দাইনা ওয়ালাও কারিহাল কাফেরুন।
দোয়া নং ৫
اللهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ   أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
উচ্চারনঃ আল্লাহু লা-ইলাহা ইল্লাহুয়াল হায়্যুল কায়্যুম লা-তা খুজুহু শিনাতু ওয়ালা নাউম লাহু-মা ফিছ্ছামাওয়াতি ওয়ামা-ফিল আরদ্বি মান-জাল্লাজি ইয়াশফাও ইনদ্বাহু ইল্লা বি-ইজনিহি ইয়া-লামু মা-বাইনা আইদ্বিহিম ওয়ামা খালফাহুম ওয়ালা ইয়্যুহিতুনা বিশাইয়িমমীন ইলমিহি ইল্লা বিমাশা-আ অছিয়্যা কুরছিয়্যু হুছ্ছামাওয়াতি ওয়াল আরদ্বা ওয়ালা ইয়া-উদুহু হিফজুহুমা ওয়া-হুয়াল আলিয়্যুল আযীম।
দোয়া নং ৬
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ۞ مِنْ شَرِّ مَا خَلَقَ ۞ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ۞ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ۞ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
উচ্চারণঃ কূল আ-উজুবি রাব্বিল ফালাক। মিন শাররি মা-খালাক। ওয়া-মিন শাররি গাসিকীন ইজা ওয়কাব। ওয়া-মিন শাররিন্নাফ্ফাসাতি ফিলউকাদ। ওয়া মিন শাররি হাসিদীন ইজা হাসাদ।
দোয়া নং ৭
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ۞ مَلِكِ النَّاسِ ۞ إِلَهِ النَّاسِ ۞ مِنْ شَرِّ الْخَنَّاسِ ۞ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ۞مِنَ الجِنَّةِ وَالنّاسِ
উচ্চারণঃ কূল আ-উজুবি রাব্বিন্নাস। মালিকিন্নাস। ইলাহিন্নাস। মিন শাররিল ওয়াস-ইসু ফি-ছু দুরিন্নাস। মিনাল জিন্নাতি ওয়ান্নাস।
দোয়া নং ৮
۞اللّهُـمَّ إِنِّـي أَسْأَلُـكَ عِلْمـاً نافِعـاً وَرِزْقـاً طَيِّـباً ، وَعَمَـلاً مُتَقَـبَّلاً
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আস-আলুকা ইলমান নাফিয়ান ওয়া রিযকান তায়্যিবান, ওয়া আমালান মুতাকাব্বাল।
দোয়া নং ৯
۞اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
উচ্চারণঃ আল্লাহুম্মা আ-ইন্নি আ-লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।
দোয়া নং ১০
سُبْحَانَ الله  (তেত্রিশ বার)
উচ্চারণঃ সুবহানআল্লাহ্
الْحَمِدُ للهِ  (তেত্রিশ বার)
উচ্চারণঃ আলহামদুলিল্লাহ্
اللهَ اَكْبَر  (তেত্রিশ বার)
উচ্চারণঃ আল্লাহু আকবার
۞لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ  (এক বার) ۞قَدِيرٌ
উচ্চারনঃ লা-ইলাহা-ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারিকা লাহু লাহুল মূলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়ীন কাদির।