নামাজ বেহেস্তের চাবী

মোঃবাহাদুর হোসেন বাদল

Showing posts with label উপদেশ. Show all posts

Thursday, February 4, 2016

তুমি উপদেশ দিতে থাকো

No comments :

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

তুমি উপদেশ দিতে থাকো।
আল্লাহ্‌ সুব'হানাহু তা'আলা বলেনঃ

وَذَكِّر فَإِنَّ الذِّكرىٰ تَنفَعُ المُؤمِنينَ

"তুমি উপদেশ দিতে থাকো, কারণ উপদেশ

মু'মিনদেরই উপকারে আসে।"

[সূরা যারিয়াত - ৫৫]

ফেসবুকে জয়েন করতে এখানে

ক্লিক করুন


 আল্লাহ্‌ বলেনঃ

خُذِ العَفوَ وَأمُر بِالعُرفِ وَأَعرِض عَنِ الجٰهِلينَ

"তুমি ক্ষমাশীলতার নীতি অবলম্বন কর,
সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খদেরকে
এড়িয়ে চলো।"
[সূরা আরাফ - ১৯৯]
আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলেনঃ
فَسَبِّح بِحَمدِ رَبِّكَ وَكُن مِنَ السّٰجِدينَ
অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছ তা
প্রকাশ্যে প্রচার করো এবং মুশরিকদের
পরওয়া করবেন না।”
[সূরা হিজর - ৯৪]
রাব্বুল আলামিন বলেনঃ

 لُعِنَ الَّذينَ كَفَروا مِن بَنى إِسرٰءيلَ عَلىٰ لِسانِ داوۥدَ وَعيسَى ابنِ مَريَمَ ۚ ذٰلِكَ  بِما عَصَوا وَكانوا يَعتَدونَكانوا لا يَتَناهَونَ عَن مُنكَرٍ فَعَلوهُ ۚ لَبِئسَ ما كانوا يَفعَلونَ

"বনী ইস্রাঈলের মধ্যে যারা অবিশ্বাস
করেছিল তারা দাঊদ ও মারয়্যাম-তনয় কর্তৃক
অভিশপ্ত হয়েছিল। কেননা, তারা ছিল
অবাধ্য ও সীমালংঘনকারী। তারা যেসব
গর্হিত কাজ করত তা থেকে তারা একে
অন্যকে বারণ করত না। তারা যা করত নিশ্চয়
তা নিকৃষ্ট।"
[সূরা মায়েদাহ ৭৮-৭৯]
পরিশেষে আরো একটি হাদিস-
আবদুল্লাহ্ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত।
তিনি বলেন: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
"আমার নিকট থেকে একটি আয়াত হলেও তা
প্রচার করবে। বনী ইসরাঈলের বরাতে কথা
বর্ণনা করতে পারো, এতে কোন দোষ নেই।
কিন্তু যে ব্যক্তি আমার উপর স্বেচ্ছায়
মিথ্যারোপ করবে সে যেন তার আবাস-
ঠিকানা জাহান্নামকে বানিয়ে নেয়।"
[সহীহ বুখারী ৩৪৬১]