মোঃবাহাদুর হোসেন বাদল

Tuesday, January 24, 2017

No comments :
দিঘীরচালা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে প্রবাসিদের উদ্যোগে হিফ্জুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
টাংগাইলের সকল উপজেলার সকল মাদ্রাসা ও স্কুলের সর্বোচ্চ ষোল বৎসর পর্যন্ত একটি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতা হবে প্রথম পারা থেকে দশম পারা পর্যন্ত এবং ২০ পারা থেকে ৩০ পারা পর্যন্ত।

image-301
প্রবাসিদের উদ্যোগে কোরআন হিফ্জুল প্রতিযোগিতা

প্রথম পুরুষ্কার দেয়া হবে ২৫,০০০/- টাকা। ২য় পুরষ্কার দেয়া হবে ১৫,০০০/- টাকা। ৩য় পুরষ্কার দেয়া হবে ১০,০০০/- টাকা এবং চতুর্থ পুরষ্কার ১০০০/- টাকা করে ৭ জনকে দেওয়া হবে।
ইতি মধ্যে প্রত্যেক ছাত্রদের মধ্যে হিফ্জুল কোরআন প্রতিযোগিতার আবেদন ফরম বিতরণ চলছে। আগামী ৩০ই জানুয়ারি, রোজ সোমবার সকাল ৯:৩০ ঘটিকা থেকে হিফ্জুল কোরআন প্রতিযোগীতা চলবে। অনুষ্ঠানের তারিখ ও সময় ৩০ই জানুয়ারি প্রতিযোগীতা শেষে ফলাফল ঘোষণার পর জানানো হবে। অংশগ্রহণকারী প্রতিযোগীকে নিজ জন্ম নিবন্ধন কাড এবং প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সীলসহ রেজিষ্ট্রেশন ফি ছাড়া নিম্নলিখিত স্থান থেকে আবেদন ফরম সংগ্রহ করার পর নির্ভূলভাবে পূরণ করে আগামী ২৫ই জানুয়ারি রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার মধ্যে নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে। ফরম সংগ্রহ ও জমা দেওয়ার স্থান:-
image-302
১/ দিঘীর চালা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সখিপুর, টাংগাইল। মোবা: সুপার:-০১৭২৬-৬৭৮৩৩৫, সহকারী সুপার: ০১৭১৬-৪৪৮৬৪৮, মাওলানা: ০১৭১৮-৯১৫৩২৯, মাওলানা: ০১৭২৯-৪১২৯৪৭।
২/ গড়গোবিন্দপুর পূর্বপাড়া হাফেজী মাদ্রাসা, সখিপুর, টাংগাইল। মোবাইল: ০১৭৩২-৩০১৮১৭।
৩/ মদিনাতুল উলুম হাফেজী মাদ্রাসা, ধলাপাড়া, ঘাটাইল, টাংগাইল। মোবাইল: ০১৭৩৭৯০০৮৭৬।
৪/ কস্তরীপাড়া হাফেজী মাদ্রাসা, কালিহাতি, টাংগাইল। মোবাইল: ০১৭২৪-০১৪৬০৯। চান্দশী
৫/ দারুল উলুম জামিউস সুন্নাহ্ মাদ্রাসা, ঘাটাইল সদর, টাংগাইল। মোবাইল: ০১৭১৮৮১৩৯৮৭।
৬/  রেজিষ্ট্রিপাড়া কওমি মাদ্রাসা, কালিহাতি, টাংগাইল। মোবাইল: ০১৭১৮-৮১৩৯৮৭।
৭/ টাংগাইল বেবী স্টেশন গোরস্হান কওমী মাদ্রাসা, টাংগাইল সদর। মোবাইল: ০১৮৩০-৬৩৯১১২।

মোবাইলে এস, এম, এস এর মাধ্যমেও রেজিষ্ট্রেশন করতে পারবেন।

No comments :